গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের পুবাইলে ট্রেনে কাটা পড়ে রাশিদুল ইসলাম (২৫) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরের ৪১নং ওয়ার্ডের বসুগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশিদুল ইসলাম সিরাজগঞ্জের নওদা এলাকার নূর আলমের ছেলে। তিনি বসুগাঁও এলাকায় মাহাদী ফ্যাশনে লিমিটেড নামে একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রাশিদুল ইসলাম শুক্রবার অফিস ছুটির পর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বসুগাঁও এলাকায় রেল সড়কের উত্তর পাশের লাইন দিয়ে হেঁটে টঙ্গীর দিকে যাচ্ছিলেন। একই সময় ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী এগারসিন্দুর গোধূলি এক্সপ্রেস ট্রেন বসুগাঁও এলাকা অতিক্রম করছিল। তখন রাশিদুল ওই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইমায়েদুল জাহেদী বলেন, খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে তার লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Discussion about this post