ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মেহেদী হাসান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) সকালে মোবারকগঞ্জ রেলস্টেশনের কাশিপুর নামকস্থানে ইয়ার্ডে মালবাহী ট্রেনের নিচে পড়ে সে নিহত হন। নিহত মেহেদী হাসান কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, নিহত মেহেদী বেশ কিছুদিন ধরে মানুষিক রোগে ভুগছিল। তার চলাচল এলোমেলো ছিল। পাবনার মানুষিক হাসপাতালে বেশকিছুদিন ভর্তি ছিল। সম্প্রতি সে বাড়িতে ফিরে এসেছিল। সকালে একটি মালবাহি ট্রেনের কিছু বগি পাথর লোড-আনলোড করার জন্য চার নাম্বর লাইনে নিতে সানটিং এর কাজ করছিল। এসময় সে ট্রেনের নিচে পড়ে সে মারা যান। মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার অরুপ বিশ্বাস জানান, সকালে স্টেশন ইয়ার্ডে মালবাহি ট্রেনের কয়েকটি বগি চার নাম্বর লাইনে নেওয়ার কাজ চলছিল। এসময় সে ট্রেনের নিচে পড়ে মারা যায়। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান। এতথ্য নিশ্চিত করে যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান নিহতের মরদেহ উদ্ধার করে যশোর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
























































Discussion about this post