কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চার জনের প্রাণহানি হয়েছে। নিহতরা সবাই সিএনজির যাত্রী। এ ঘটনায় ১ জন গুরুত্বর আহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের হিজলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- উখিয়ার পাগলির বিল গ্রামের প্রয়াত জয়নাল উদ্দিনের স্ত্রী সালমা খাতুন (৪৫), একই এলাকার গুরা মিয়ার ছেলে আনোয়ারুল ইসলাম (৫২), রামু উপজেলার ফতেখারকুল গ্রামের মনিন্দ্র ধরের ছেলে বিধুধর (৫২)। এছাড়া আহত হয়েছে, রামু উপজেলার গর্জনিয়া সিকদার নুরুল আলমের ছেলে হাবিব উল্লাহ (৩০)। উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মহিউদ্দিন মহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। আহত একজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
Discussion about this post