ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত নয়টার দিকে উপজেলার হামেরদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন। আনোয়ার ছিলেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজসেবা কর্মকর্তা। নিহত অন্যজন হলেন ভাঙ্গা উপজেলার পৌরসভার নওপাড়া গ্রামের ওয়াহিদুজ্জামান বাবু। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বাইকে করে ওয়াহিদুজ্জামানকে নিয়ে ফরিদপুর শহরে মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন আনোয়ার। ভাঙ্গা উপজেলার হামেরদী এলাকায় পৌঁছার পর পেছন থেকে একটি ট্রাক তাদের বাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আনোয়ার নিহত হন। আহত হন ওয়াহিদুজ্জামান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Discussion about this post