গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়িতে ট্রাকের ধাক্কায় আফছার আলী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সাড়ে ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ি উপজেলার বিটিসির মোড় মহেশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে । নিহত মোটরসাইকেল আরোহী লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেত গ্রামের আবদুর রশিদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আফছার আলী মোটরসাইকেলযোগে পলাশবাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ির মহেশপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই আফছার আলী নিহত হয়। সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন পলাশবাড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) দেওয়ান রেজাউল করিম বলেন, নিহত আফসার আলীর কাছে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে। তবে এই ঘটনায় ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।
Discussion about this post