পাবনা প্রতিনিধি: পাবনার সদর উপজেলায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার মধ্যরাতে পাবনা-পাকশী সড়কের নাজিরপুরে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার পৌর এলাকার কৃষ্ণপুর মহল্লার ইয়াকুব হোসেনের ছেলে ইকবাল ও পাবনার বেড়া উপজেলার নাটিয়াবাড়ি মহল্লার মোহম্মদ শেখের ছেলে মজিদ শেখ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, রাতে শহরের বাসা থেকে ইয়াকুব ও মজিদ শেখ মোটরসাইকেল নিয়ে বের হন। এসময় পাবনা-পাকশী সড়কের নাজিরপুর স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় অপরজন মারা যান। নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
Discussion about this post