শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় নানি ও নাতি নিহত হয়েছেন। উপজেলার বদনীভাঙ্গা চৌরাস্তা মোড়ে বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসিরন (৫০) বদনীভাঙ্গা গ্রামের মৃত সোবাহানের স্ত্রী। অপরজন নুসরাত (৫) শিরিশগুরি গ্রামের বাবুল মিয়ার কন্যা। নিহত দুজন নানি ও নাতি। এ ঘটনায় নিহত শিশুর বাবা বাবুল মিয়াও আহত হন। তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শ্রীপুর থানার মাওনা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিহির কুমার বলেন, নিহত বাসিরন তার মেয়ের জামাই বাবুল মিয়ার মোটরসাইকেলে চড়ে নাতিকে নিয়ে মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি বদনীভাঙ্গা চৌরাস্তায় পৌঁছলে লাকড়িবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসিরন মারা যান। পরে নুসরাত ও মোটরসাইকেলচালক বাবুল মিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় নুসরাত মারা যায়। ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহযোগী পালিয়ে যায়। তবে ট্রাকটি আটক করা হয়েছে।
Discussion about this post