আন্তর্জাতিক ডেস্ক: জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করার সময় একটি বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার ( ২জানুয়ারি) সন্ধ্যার দিকে জাপান এারলাইন্সের বিমানটি অবতরণের সময় এতে আগুন ধরে যায়। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকে বলেছে, হানেদা বিমানবন্দরে অবতরণের পর রানওয়েতে থাকা জাপানের উপকূলরক্ষী বাহিনীর একটি বিমানের সাথে জাপান এয়ারলাইন্সের যাত্রীবাহী ওই বিমানটির সংঘর্ষ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এনএইচকের প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানবন্দরের রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমানের সাথে সংঘর্ষের সাথে সাথে জাপান এয়ারলাইন্সের বিমানটিতে আগুন ধরে যায়। বিবিসি জানায়, বিমানটি থেকে প্রায় ৩৬৭ জন যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। হানেদা বিমানবন্দরের কর্মকর্তারা এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
Discussion about this post