স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলশানের নিকেতনের এলাকার একটি বাসায় টেলিফোনে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীর উপর অভিমানে মোঃ রাসেল (৩২)নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।নিহত পেশায় একজন চালক। সোমবার(২৯ জানুয়ারি)রাতের দিকে এই ঘটনাটি ঘটে।অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসক রাত সাড়ে ১২টায় মৃত ঘোষণা করেন। নিহতের সহকর্মী মোঃ মিলন জানান,আমরা একই কোম্পানির গাড়ির ড্রাইভার হিসেবে চাকরি করি ও পাশাপাশি রুমে থাকি গত রাতে তার রুমে গিয়ে দেখি সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলে আছে। পরে আমরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি আরো জানান,গত ৩-৪ মাস আগে সে বিয়ে করেন গতকাল মোবাইল ফোনে তার স্ত্রীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীর উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।তিনি জানান,নিহতে গ্রামের বাড়ি শরিয়তপুর জেলা ডামুড্যা উপজেলার চরবয়রা গ্রামের মোঃ খোরশেদ ছৈয়ামের সন্তান।বর্তমানে গুলশান-১ রোড নম্বর – ১২ ১১নং নিকেতনেরএকটি কোম্পানি প্রাইভেট কারের চালক হিসেবে কর্মরত ছিলএবং ওই বাসাতেই থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Discussion about this post