কক্সবাজার প্রতিনিধি: টেকনাফের মেরিন ড্রাইভ সড়কস্থ লম্বরী এলাকা থেকে মো: রিদুয়ান নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত রিদুয়ান টেকনাফ সদর উত্তর লম্বরী গ্রামের মো: হাশিম মাঝির পুত্র। আজ শুক্রবার ভোর রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উত্তর লম্বরী এলাকা থেকে ওই শিক্ষার্থীর লাশটি উদ্ধার করা হয়। টেকনাফ মডেল থানার ওসি মো: হাফিজুর রহমান বলেন, লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Discussion about this post