স্পোর্টস রিপোর্ট: ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণ টি-টোয়েন্টির র্যাঙ্কিংয়ে হালনাগাদ এনেছে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেই তথ্য অনুযায়ী র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটেছে বাংলাদেশ ক্রিকেট দলের। নতুন র্যাঙ্কিং অনুযায়ী আট নম্বরে উঠে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদরা। বাংলাদেশ দল সবশেষ আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলো। ঘরের মাঠে অনুষ্ঠিত সেই সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হয়। তাই র্যাঙ্কিংয়ে এগোলো টাইগাররা। এখন ২৩৩ রেটিং পয়েন্ট নিয়ে আটে রয়েছে বাংলাদেশ। এদিকে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। তাদের সংগ্রহে রয়েছে ২৭০ রেটিং। ২৬৫ রেটিং নিয়ে দুই অবস্থান ইংল্যান্ডের। আর আর তিন নম্বরে থাকা পাকিস্তানের রেটিং ২৬১। একধাপ আগানো দক্ষিণ আফ্রিকা রয়েছে চতুর্থ স্থানে, তাদের রেটিং ২৫৩। উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ারও। একধাপ এগিয়ে তারা রয়েছে পাঁচে। অন্যদিকে দুই ধাপ পিছিয়েছে নিউজিল্যান্ড। তারা অবস্থান করছে ছয় নম্বরে। এছাড়া সাতে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ।
Discussion about this post