স্পোর্টস রিপোর্ট: ক্রিকেটের খুদে সংস্করণ টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন মি. ডিপেন্ডেবল নামে নন্দিত মুশফিকুর রহিম। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। তবে বাকি দুই ফরম্যাট চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। তিনি লিখেছেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরণা। টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাব। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরও কিছু নিয়ে আসতে পারব দেশের জন্য।
Discussion about this post