স্পোর্টস রিপোর্ট: ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) নেতৃত্বে সংস্কারের অংশ হিসেবে গত মাসে টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়েন টেম্বা বাভুমা। তার জায়গা নিলেন ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকাকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো অধিনায়ক এইডেন মার্করাম। সম্প্রতি ডিন এলগারের কাছ থেকে টেস্ট অধিনায়কত্ব পাওয়া বাভুমা ওয়ানডে দলের নেতৃত্ব অবশ্য হারাননি। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দল থেকে জায়গা হারিয়েছেন তিনি। বিয়র্ন ফোরটুইন, সিসান্দা মাগালাকে অন্তর্ভুক্ত করা হয়েছে দলে। একই সঙ্গে ব্যাটিং কোচ হিসেবে জেপি ডুমিনিকে, সাদা বলের ক্রিকেটে বোলিং কোচ হিসেবে ররি ল্যাঙ্গাভেল্টকে দায়িত্ব দেয়া হয়েছে। তবে স্থায়ী ব্যাটিং কোচ হিসেবেই ডুমিনি নিয়োগ পেয়েছেন। আর আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ল্যাঙ্গাভেল্টকে দায়িত্ব দেয়া হয়েছে।
Discussion about this post