স্টাফ রিপোর্টার: ঢাকার টঙ্গী বউবাজার রেলগেটেই এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা(৬৫)এক নারীর মৃত্যু। সোমবার(১৮ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার(Osec)কে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়। পথচারী মোঃ আশরাফুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে টঙ্গী বউবাজারএলাকায় নাস্তা করা করার সময় ট্রেনের ধাক্কায় গুরুত্ব আহত হন।পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল অবস্থান অবনতি হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়েআসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিষেধ করে জানান মরদেহ ময়নতন্ত্রের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি রেলওয়ে থানায় অবগত করা হয়েছে। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে।
Discussion about this post