জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে ১টি ওয়ান শুটারগানসহ একজন অস্ত্র বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।আজ শুক্রবার জয়পুরহাট সদর উপজেলার মাধাইনগর বাজার এলাকা থেকে ১টি ওয়ান শুটারগানসহ তাকে গ্রেফতার করা হয়। জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মাসুদ রানা জানান, আটককৃত অস্ত্র বিক্রেতা আব্দুল্লাহ(২৫) ভারত থেকে অবৈধ পথে অস্ত্র এনে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিলেন। মাধাইনগর বাজারে অস্ত্র বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে শুক্রবার অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটারগানসহ তাকে গ্রেফতার করা হয়।
Discussion about this post