আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় জ্বালানি তেলের ট্যাংকার বিস্ফোরণে শিশুসহ অন্তত ১৪৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। বুধবার (১৬ অক্টোবর) দেশটির রাজধানী আবুজা থেকে প্রায় ৫৩০ কিলোমিটার উত্তরে জিগাওয়া রাজ্যের মাজিয়া শহরে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। সূত্র, বিবিসি ও রয়টার্স। দেশটির পুলিশের মুখপাত্র লাওয়ান শিসু অ্যাডাম বলেছেন, স্থানীয় সময় বুধবার রাতে জিগাওয়া প্রদেশের মাজিয়া শহরের এক্সপ্রেসওয়েতে একটি জ্বালানিবাহী ট্যাংকার উল্টে যায়। ওই সময় আশপাশের অনেকে উল্টে যাওয়া ট্যাংকারটি থেকে জ্বালানি তেল সংগ্রহ করতে আসেন। এ সময় হঠাৎ ট্যাংকারটি বিস্ফোরিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। জিগাওয়া প্রদেশের জরুরি ব্যবস্থাপনা সংস্থার প্রধান হারুনা মাইরিগা বলেন, ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১৪৭ জন নিহত হয়েছেন। দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ) একই পরিসংখ্যান দিয়েছে।
Discussion about this post