বিশেষ প্রতিবেদন:জুলাই অভ্যুত্থানে শহীদ ডা: সজীবের মায়ের জন্য অক্সিজেন কনসেন্ট্রেটর ও অন্যান্য উপহার সামগ্রী প্রদান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২৯ মার্চ) নরসিংদীর তায়রুন্নেসা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী এবং জুলাই বিপ্লবে শহীদ ডা. সজীবের অসুস্থ মা ঝর্না বেগমকে এই উপহার পৌঁছে দেওয়া হয়।সংসারের বড় সন্তান ছিলেন ডা: সজীব। ১৮ জুলাই ঘাতকের বুলেট কেড়ে নেয় তার জীবন। মা ঝর্না বেগম দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের জটিলতাসহ (ক্রনিক টাইপ টু রেসপাইরেটরি ফেইলিউর উইথ সিওপিডি) অন্যান্য রোগে আক্রান্ত। বড় সন্তান ও ডাক্তার হিসেবে মায়ের দেখভাল তিনি করতেন।প্রতিদিন অক্সিজেন প্রয়োজন হয় তার। প্রয়োজন অক্সিজেন কনসেন্ট্রেটর। সেই অক্সিজেন কনসেন্ট্রেটরও নষ্ট হয়ে যায়।এই ঘটনা জানতে পেরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ শনিবার (২৯ মার্চ) কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকসহ বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ছুটে যান তাদের নরসিংদীর বাড়িতে। অসুস্থ মা’র স্বাস্থ্যের সার্বিক খোঁজ খবর নেন তিনি। মায়ের হাতে তুলে দেন একটি অক্সিজেন কনসেন্ট্রেটর ও অন্যান্য উপহার সামগ্রী।পরবর্তীতে যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতিও দেওয়া হয়।এসময় আরও উপস্থিত ছিলেন কার্ডিওলজিস্ট ডা: মোহাম্মাদ মাহমুদুর রহমান নোমান, সার্জারি বিশেষজ্ঞ ডা: আহমেদ সামি আল আহসান, গাইনি অনকোলজিস্ট ডা: মির্জা আসাদুজ্জামান রতন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা: আশিক চৌধুরী পিয়াস, ডা: মঞ্জুরুল ইসলাম ও অন্যান্যরা।
Discussion about this post