ঢাকা:জুলাই আন্দোলনে ক্যাটাগরির ভাগ করা নিয়ে আপত্তি জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহতরা।বুধবার দুপুরে তারা মিছিল নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনের সড়কে বসে পড়েন। এসময় তারা জানান, ‘আমাদের দাবি দুটো। এ ক্যাটাগরি ও বি ক্যাটাগরি। এই বাইরে কোনো কথা নেই। আমরা চাই-সকল আহত যোদ্ধা সমানভাবে সুযোগ-সুবিধা পাক।’আহতরা আরও বলেন, ‘যাদের অঙ্গহানি হয়েছে, একটা পা ও চোখ চলে গেছে তারা আজীবন কর্মসংস্থানে ফিরতে পারবে না। তারা এ ক্যাটাগরিতে আসুক। যারা বর্তমানে চিকিৎসাধীন আছে, সামনে চিকিৎসায় সুস্থ হবেন এবং বর্তমানে সুস্থ আছেন তাদের বি ক্যাটাগরিতে আনা হোক।
Discussion about this post