ঢাকা:তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ পোস্টার ও পোস্টকার্ড প্রকাশ করেছে। রোববার (১৩ জুলাই) মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।অনুষ্ঠানে উপদেষ্টা জানান, “নোটস্ অন জুলাই” শিরোনামে প্রকাশিত পোস্টকার্ডে সকল শ্রেণি-পেশার মানুষ নিজেদের স্মৃতি ও মতামত প্রকাশ করতে পারবেন। তিনি আশা প্রকাশ করেন, বিপুলসংখ্যক মানুষ এই উদ্যোগে অংশ নেবেন এবং তাদের ভাবনা ও অভিজ্ঞতা পোস্টকার্ডের মাধ্যমে তুলে ধরবেন। এসব পোস্টকার্ড গুরুত্বসহকারে সংরক্ষণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।তিনি আরও জানান, কেন্দ্রীয়ভাবে গৃহীত কর্মসূচির পাশাপাশি মন্ত্রণালয় নিজস্ব ব্যবস্থাপনায়ও জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছে। মাঠপর্যায়ে জেলা তথ্য অফিসসমূহ প্রামাণ্যচিত্র প্রদর্শনী, পোস্টার বিতরণ ও প্রদর্শনসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ও মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন। উপদেষ্টা সকলকে এই কর্মসূচিগুলো সময়মতো ও আন্তরিকভাবে বাস্তবায়নের আহ্বান জানান।
Discussion about this post