ঢাকা: জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করেছেন আদালত। নাশকতার মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ পরোয়ানা জারি করেন। অপর দুজন হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসাইন। মঙ্গলবার (২২ আগস্ট) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের এসআই শাহ আলম। তিনি বলেন, গত ২৭ জুলাই এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ মামলায় আসামিরা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের শর্তে হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন নেন ৷ পরবর্তীতে কোন পদক্ষেপ না থাকায় আদালত তাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
Discussion about this post