ঢাকা: জাতীয় পার্টি নির্বাচনে না গেলেও নির্বাচন হতো বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। (২৭ এপ্রিল) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের কেন্দ্রীয় বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন। জিএম কাদের বলেন, সরকার জাতীয় পার্টিকে গৃহপালিত দল বানাতে চেয়েছে। কিন্তু আওয়ামী লীগের ফাঁদে পা দেয়নি তার দল। বিএনপি আন্দোলনে পরাস্ত হওয়া দল উল্লেখ করে জিএম কাদের বলেন, জাতীয় পার্টি নির্বাচনে না আসলে দেশে নির্বাচন হতো না— বিএনপির এই অভিযোগ ভুল। জাতীয় পার্টি নির্বাচনে না গেলেও নির্বাচন হতো এবং সরকার অপরিবর্তিত থাকতো। এটা বুঝেই জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিয়েছে বলে দাবি করেন জিএম কাদের। কিন্তু এ নিয়ে একটা পক্ষ জাতীয় পার্টির মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি করেছে বলে উল্লেখ করেন তিনি।
Discussion about this post