ঢাকা: মার্কিন প্রাক নির্বাচনী দলের সাথে নির্বাচনের পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। জি এম কাদের বলেন, নির্বাচনে অনিয়ম কীভাবে রোধ করা তা নিয়ে পরামর্শ দিয়েছে জাতীয় পার্টি। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আছে। সবার অংশগ্রহণ নিশ্চিতে পরামর্শ দেয়া হয়েছে দলের পক্ষ থেকে। মঙ্গলবার মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, জাতীয় পার্টি নির্বাচনে যাবে কি না এখনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে নির্বাচনে যাবার সিদ্ধান্ত নেবে দল। তিনি জানান, নির্বাচনকালীন আলাদা সরকার গঠনে সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হলে গ্রহণ করবে জাতীয় পার্টি।
Discussion about this post