ঢাকা: জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) কোন কোন তথ্য পরিবর্তন করা যাবে আর কোনটা করা যাবে না, সেগুলো নির্দিষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার নির্বাচন কমিশনে ব্রিফিংয়ে এসব কথা জানান ইসি সচিব আখতার আহমেদ। এ সময় তিনি আরও জানান, প্রবাসী ভোটার হওয়ার সময়সীমা আরও এক সপ্তাহ বাড়িয়েছে কমিশন।সোমবার দুপুরে নির্বাচন কমিশনে নিয়মিত ব্রিফিং করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, জাতীয় পরিচয়পত্রে ব্যক্তির নাম, পেশা, ঠিকানা, বাবা-মায়ের নামসহ ৭টি তথ্য আপাতত সংশোধন করা যাবে না।আখতার আহমেদ বলেন, ‘সংশ্লিষ্ট ভোটারের নাম, বাবার নাম, মায়ের নাম, পেশা, জন্ম তারিখ, ভোটার ঠিকানা এবং ছবি—এই ৭টা ফিল্ড এই মুহূর্তে পরিবর্তন করা যাবে না।’তবে, স্বামী বা স্ত্রীর নাম, বৈবাহিক অবস্থা, জরুরি প্রয়োজনে ধর্ম, প্রতিবন্ধকতার ধরণ ও ফোন নম্বরসহ কয়েকটি তথ্য পরিবর্তন করা যাবে বলে জানান সচিব।আখতার আহমেদ বলেন, ‘শিক্ষাগত যোগ্যতা, প্রযোজ্য ক্ষেত্রে ধর্ম, প্রতিবন্ধকতার ধরণ, ফোন নম্বর, বিশেষ করে টেলিফোন নম্বরের বিষয়টা এসেছে আয়করের সাথে। অনেকেই সমস্যা ফেজ করছেন যে, তারা যে নম্বরটা ব্যবহার করেছেন এনআইডিতে, সেটা রেসপনসিভ না।’এদিকে, প্রবাসীদের ভোটার নিবন্ধনের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়িয়ে ২৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। তবে, ভোটার তালিকা চূড়ান্ত করার আগে ৭টি তথ্য পরিবর্তন করা যাবে কিনা সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেবে কমিশন।
























































Discussion about this post