স্পোর্টস ডেস্ক: জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত আছেন বলে জানিয়েছেন নেইমার। তবে সিদ্ধান্তটা নির্বাচকদের নিতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। নতুন রূপে, নতুন স্টাইলে সান্তোসের জার্সিতে নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান ঘরোয়া লিগে জুভেন্তদের বিপক্ষে বাজিমাত করেছেন ব্রাজিলিয়ান এই তারকা। শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পর সবার প্রশ্ন ছিল কবে ফিরবে নেইমারের পারফরম্যান্সের ধার। যা নিয়ে সমালোচনাও কম হয়নি। এর জন্য দুয়োধ্বনিও শুনতে হয়েছে তাকে। অবশেষে সেরা ছন্দে ফিরেছেন ড্রিবলিং মাস্টার। তিন ম্যাচ পর জোড়া গোল করে দলকে জিতিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ম্যাচের শুরু থেকেই নিজের চেনা রূপে ফেরার আভাস দেন নেইমার। ৩৭ মিনিটে প্রথম গোল করে দলকে লিড এনে দেন। সান্তোসের জার্সিতে দ্বিতীয় গোল পেয়ে উল্লাসে মাতেন তিনি। বিরতিতে যাওয়ার আগে লিড দ্বিগুণ করে সান্তোস। যদিও প্রথমার্ধ্বের যোগ করা সময়ে সমতায় ফেরে জুভেন্তদ। ম্যাচের ৮০ মিনিটে রক্ষণের ভুলে পেনাল্টি পান নেইমার। স্পট কিক থেকে গোল করে নিজের জোড়া গোল পূরণ করেন তিনি। দুই বছর এক ম্যাচে জোড়া গোলের দেখা পেয়েছেন তিনি। যা ব্রাজিলিয়ান তারকার জন্য নতুন করে শুরুর আশা জাগায়। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পর প্রসংশায় ভাসছেন ব্রাজিলিয়ান তারকা। আলোচনা চলছে তার জাতীয় দলে ফেরা নিয়েও। আপাতত ইনজুরি শঙ্কা নেই তার। তাই সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের হয়ে মাঠে খেলতে চান নেইমার। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘আমার স্টাইল সবার জানা। আমি এখন সুস্থ। এখনো ভালো বোধ করছি। আমি একজন অ্যাথলিট। সব ধরনের ফুটবলের জন্য আমি প্রস্তুত আছি। এখন সিদ্ধান্ত তাদের।’ ম্যাচে ৯০ মিনিট যেভাবে দাপট দেখিয়েছেন নেইমার, তা নিশ্চয়ই নজর কেড়েছে ব্রাজিলের জাতীয় দলের নির্বাচকদের। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিলের সেপ্টেম্বরে বাছাইপর্বের ম্যাচে নেইমারকে দেখা যাবে কি না তা সময়ই বলে দিবে।
Discussion about this post