ঢাকা: রাষ্ট্র পুনর্গঠন ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দল ও জোটগুলো নিজ নিজ অবস্থান থেকে ছাড় দেবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। সে জাতীয় ঐক্য অত্যন্ত প্রয়োজন আমাদের জাতি ও রাষ্ট্র হিসেব অগ্রসর হওয়ার জন্য।’ শনিবার (৩ এপ্রিল) সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিন বলেন, সুনির্দিষ্ট ছয় মাসের মধ্যে কমিশন জাতীয় সনদ তৈরি করতে চায়; যা বাংলাদেশে একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করতে পারে। জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আগামী ১৫ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে। এ সময় জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেন, অনিবার্চিত সরকার বেশি দিন থাকলে দেশে নানা সমস্যার সৃষ্টি হয়। তিনি বলেন, এমন একটা ভোটের ব্যবস্থা করে দেন, যাতে মানুষ বলতে পারে দীর্ঘ ১৫ বছর পর ভোটের অধিকার প্রতিষ্ঠা করে সরকার গঠন করতে পেরেছি। কমিশনের ১৬৬ প্রস্তাবের মধ্যে জাতীয়তাবাদী সমমনা জোট ১১২টায় একমত, ২৬টায় একমত নয় এবং ২৮টায় আংশিক একমত হয়েছে বলে জানান ফরিদুজ্জামান ফরহাদ।
Discussion about this post