জয়পুরহাট প্রতিনিধি: তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, খালেদা জিয়া, আলেম ও ওলামাদের মুক্তিসহ ১০ দফা দাবিতে জয়পুরহাট সদরের বামনপুর সগুনা চারমাথা মোড়ে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর জয়পুরহাট সদর উপজেলা শাখা। এ সময় অবিস্ফোরিত ৬টি ককটেলসহ জেলা জামায়াত-শিবিরের ১২ নেতা-কর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার সকালে তারা এ মিছিল বের করে। আটককৃতরা হলেন, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর শাহ আলম দেওয়ান (৪৫), জামায়াত নেতা নাহিদুল ইসলাম (৩০), জামায়াত কর্মী শহিদুল ইসলাম , আমিনুল ইসলাম , শিপন , নুর নবী , জেলা ছাত্র শিবিরের সভাপতি আসাদুল ইসলাম আসাদ , সেক্রেটারি মামুনুর রশিদ, শিবিরকর্মী মারুফ, মেহেদী হাসান, মেশকাত শরীফ ও সোহরাব আলী। জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শাহেদ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকালে সদর উপজেলার বামনপুর সগুনা চারমাথা এলাকায় জামায়াত শিবিরের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিল বের হয়। এ সময় গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশকে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করা ছাড়াও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে ডিবি পুলিশের ৩ সদস্য আহত হন, তারা হলেন, ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর আলম, এসআই আমিরুল ইসলাম ও এ এসআই মহবুব সিদ্দিকী। এ সময় ডিবি পুলিশ ৬ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল খেকে জেলা জামায়াতের ১২ জন নেতা কর্মীকে আটক করা ছাড়াও ৬টি ককটেল জব্দ করা হয়েছে বলেও জানান ডিবি পুলিশ পরিদর্শক।
Discussion about this post