কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মঙ্গলবার সকালে চাচাতো ভাইয়ের দায়ের কোপে নাসির উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি উপজেলার বুরুদিয়া মধ্য মান্দারকান্দি গ্রামের আব্দুল করিম ওরফে মঙ্গলের ছেলে। অন্যদিকে আব্দুল বাতেন মিয়ার ছেলে খুনে অভিযুক্ত চাচাতো ভাই স্বপন মিয়া ঘটনার পরপরই গাঢাকা দিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মধ্য মান্দারকান্দি গ্রামের দুই সহোদর আব্দুল করিম ওরফে মঙ্গল এবং আব্দুল বাতেন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জায়গাজমি নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে বিরোধপূর্ণ জমির কলাগাছ থেকে নাসির উদ্দিন কলার ছড়ি কাটতে গেলে চাচাতো ভাই স্বপন মিয়া তাকে বাধা দেয়। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে স্বপন মিয়া দা দিয়ে নাসির উদ্দিনের ঘাড়ে কোপ মারে। এতে নাসির উদ্দিনের গলা কেটে গিয়ে গুরুতর জখম হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। পাকুন্দিয়া থানার ওসি সারোয়ার জাহান গণমাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘাতক স্বপন মিয়া হত্যাকাণ্ডের পরপরই গাঢাকা দেওয়ায় তাকে ধরা সম্ভব হয়নি। তবে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Discussion about this post