জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি সমর্থিত পক্ষের ২৫-৩০ কর্মীর নামে এই মামলা করেছেন সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের কর্মী মেহেদী হাসান মুন। শনিবার (৬ আগস্ট) কোতোয়ালি থানার উপপরিদর্শক নাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে এ মামলাটি দায়ের করেন শিক্ষার্থী মেহেদী হাসান মুন। মামলার এজাহারে বলা হয়, মেহেদী হাসান মুন গত ৩ আগস্ট সকাল সাড়ে ১১ টার দিকে ক্লাস শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে আসলে আসামি নওশের বিন আলম ডেভিড জরুরি প্রয়োজনের কথা বলে বিশ্ববিদ্যালয়ের ২ নং গেটের সামনে নিয়ে যায়। সেখানে ডেভিড, জাহিদুল ইসলাম হাসানসহ আরো ৪/৫ জন মিলে ডেভিডের প্রেমিকার সঙ্গে ম্যাসেঞ্জারে কথা বলাকে কেন্দ্ৰ করে অতর্কিত মুনের ওপর হামলা করে। ওই দিন দুপুর ১ টায় মুন তার বন্ধুদের নিয়ে কোতোয়ালি থানার উদ্দেশে রওনা দিলে আসামি ডেভিড, জাহিদুল ইসলাম ও অর্পণ সাহা শান্তসহ ১৫/২০ জন লাঠিসোটা নিয়ে পুনরায় হামলা করে মারধর করে। রাত সাড়ে ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে আবারো মুনের ওপর শান্তসহ অজ্ঞাতনামা ১০/১২ জন মিলে ধারালো চাকু ও হাতুড়ি দিয়ে মাথার পিছনে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, আমরা দুই পক্ষ থেকেই অভিযোগ পেয়েছি। তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Discussion about this post