বিনোদন ডেস্ক: টলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ঠোঁটকাটা হিসেবেও তার বেশ পরিচিতি আছে। অর্থাৎ, মুখে যা আসে তাই বলে ফেলেন। মঙ্গলবার ৫০তম জন্মদিনেও মুখ বন্ধ রাখলেন না অভিনেত্রী। ‘এজ শেমিং’ নিয়ে করে বসলেন বেফাঁস মন্তব্য। সোমবার রাত ১২টার পর ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে জমপেশ পার্টির মাধ্যমে ৫০তম জন্মদিন উদযাপন করেন শ্রীলেখা। এরপর ইউটিউব লাইভে এসে বলেন, ‘আমার সত্যিকারের বয়স। আমার জন্ম ১৯৭২ সালের ৩০ আগস্ট। আমি ৫০-এ পা দিলাম। এজ শেমিং করতে চাও করো, আমার (ড্যাশ) ছেঁড়া গেছে।’ এখানেই থেমে থাকেননি শ্রীলেখা। এরপর তিনি যোগ করেন, ‘আমার বাবা-মা তোমারদের বাবা-মার আগে বিয়ে করেছে। তারা আগে সেক্স করেছে, তার ফলপ্রসূ আমি জন্ম নিয়েছি। তাই বয়স নিয়ে আমার কোনো চাপ নেই।’ শ্রীলেখার এমন নোংরা ভাষার লাইভ দেখে সমালোচনা করেন অনেকেই। জন্মদিনের মতো একটা বিশেষ দিনে অভিনেত্রীর কাছ থেকে এমনটা কেউ আশা করেননি বলে মন্তব্য করেন কেউ কেউ। যদিও কারও মন্তব্যেরই জবাব দেননি শ্রীলেখা।
Discussion about this post