ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশিরা কে কী বললো সেসব নিয়ে আগ্রহ নেই বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। রোববার (৭ জানুয়ারি) নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এসব বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জনগণ ভোট দিয়েছে, তাদের সমর্থনই গ্রহণযোগ্যতা। পশ্চিমা বা অন্য কাউকে নিয়ে আমরা চিন্তিত নই। এদিকে, ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আসা কানাডার পর্যবেক্ষক চন্দ্রা আর্য। তিনি বলেন, ভোটার কত শতাংশ এলো তার চেয়ে গুরুত্বপূর্ণ যারা এসেছে তারা ঠিকমতো ভোট দিয়েছে নির্বিঘ্নে। তাই গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার কারণ কোনো নেই।
Discussion about this post