ঢাকা: নির্বাচনে পরাজিত শক্তি বাধা সৃষ্টির চেষ্টা করতে পারে, তবে জনগণকে সঙ্গে নিয়ে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, “জনগণ পরাজিত শক্তির পক্ষে নেই; তাই গণ-অভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে আমরা একটি সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন উপহার দেব।”শনিবার (৩ জানুয়ারি) সকালে সিলেট প্রেসক্লাবে পিআইবি আয়োজিত ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিগত ১৬ বছরের স্বৈরাচারী শাসনের ফলে রাষ্ট্রীয় কাঠামোর পরতে পরতে তাদের লোক ঢুকে পড়েছে। এই প্রতিকূল পরিস্থিতির বিপরীতে দাঁড়িয়ে সরকার নির্বাচন আয়োজনের কাজ করছে। ভোটের সময় রাজনৈতিক উত্তেজনা থাকা স্বাভাবিক, তবে সরকার, গণমাধ্যম ও জনগণ মিলে তা কাটিয়ে উঠবে।গণমাধ্যমে হামলা ও ‘মব’ সংস্কৃতি প্রসঙ্গে উপদেষ্টা নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, “আমার বাসার সামনেও ককটেল ফাটানো হয়েছে, কিন্তু আমি দমে যাইনি। অপশক্তিকে শুভশক্তি দিয়ে মোকাবিলা করতে হবে। প্রথম আলো বা ডেইলি স্টারের মতো প্রতিষ্ঠানগুলো বাধা কাটিয়ে আবার কাজ শুরু করেছে। আমাদের মধ্যে এই ‘ফাইটিং ব্যাক’ বা ঘুরে দাঁড়ানোর স্পিরিট থাকতে হবে।”সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, বিগত ১৬ বছরের নিপীড়নের তুলনায় বর্তমান পরিস্থিতি অনেক উন্নত। সাধারণ মানুষের মনে আশা জাগাতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, তথ্যসচিব মাহবুবা ফারজানা ও সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর। দুই দিনব্যাপী এই কর্মশালায় সিলেটের ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।






















































Discussion about this post