সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে। রবিবার সকালে শ্যামনগর উপজেলার মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিষয়ে মাহমুদপুর গ্রামের মনসুর আলীর বড় ছেলে লোকমান হোসেন ও ছোট ছেলে মোশারফ হোসেনের সঙ্গে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রবিবার সকালে লোকমান হোসেনের সঙ্গে মোশারফের হোসেনের কথা কাটাকাটির এক পর্যায়ে মোশারফ হোসেন তার বড় ভাই লোকমান হোসেনকে দা দিয়ে বুকে কুপিয়ে জখম করে। এতে ঘটনা স্থলেই বড় ভাই লোকমান মারা যান। এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, প্রাথমিকভাবে আমরা জেনেছি জমি সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তবে এখনো এজহার পাইনি। এজাহার পেলে ব্যবস্থা নেওয়া হবে।
Discussion about this post