বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) আব্রামের জন্মদিন। ছেলের জন্মদিনে বাবা-মা দুজনই বিশেষ শুভেচ্ছাবার্তা দিয়েছেন ফেসবুকে। এদিন রাত ১২টার দিকে অপু বিশ্বাস তার ফেসবুক পেজে জয়ের জন্মদিন উদযাপনের কিছু ছবি দেন। যেখানে দেখা যাচ্ছে, ছেলেকে জন্মদিনের কেক খাইয়ে দিচ্ছেন শাকিব খান। আবার শাকিবকেও কেক খাইয়ে দিচ্ছে জয়। আর অপু বিশ্বাস ছেলেকে আদর করছেন। ছবিতে জয়ের সঙ্গে শাকিব-অপু ছাড়া আরও দেখা যায় শাকিবের মা-বাবাকে। সন্তানদের নিয়ে ভাতিজার জন্মদিনের আয়োজনে উপস্থিত ছিলেন শাকিবের বোনও। ছবির সঙ্গে অপু বিশ্বাস লিখেছেন, সুখি পরিবারের কিছু মুহূর্ত। আমাদের জন্য সবাই দোয়া করবেন। শাকিব-অপু বিয়ে করেছিলেন ২০০৮ সালে। তবে ক্যারিয়ারের কথা বিবেচনা করে দুজনই খবরটি গোপন রাখেন। ২০১৭ সালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে শিশু আব্রামকে কোলে নিয়ে হাজির হন অপু। তখনই তাদের বিয়ে ও সন্তান জন্মদানের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই ঘটনার কিছুদিন পরই বিচ্ছেদের আবেদন করেন শাকিব। সেটা কার্যকর হয় ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি।
Discussion about this post