কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার চরমিলপাড়া এলাকায় নেশাগ্রস্থ ছেলের ইটের আঘাতে পিতা বাবু হোসেন (৪৫) নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বাবু চরমিলপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানাগেছে, শুক্রবার সকাল ৬টার দিকে পারিবারিক বিষয় নিয়ে নেশাগ্রস্ত বড় ছেলে রমিজের সাথে পিতা বাবুর কথা কাটাকাটির এক পর্যায়ে রমিজ ক্ষুব্ধ হয়ে ইট দিয়ে তার পিতা বাবুর মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে মূমুর্ষূ অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষন পর চিকিৎসাধীন অবস্থায় বাবুর মৃত্যু হয়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত বাবুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত ছেলে রমিজ পলাতক রয়েছে।
Discussion about this post