বগুড়া প্রতিনিধি: বগুড়ায় জহুরুল ইসলাম নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছেন প্রতিপক্ষের লোকজন। শনিবার দিবাগত রাতে শহরের চক কানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহুরুল ওই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া ঠিক করে দেওয়ার কাজ করতেন। জানা গেছে, মেডিকেল কলেজ এলাকায় জহুরুলের মত অনেকেই অ্যাম্বুলেন্সের ভাড়া ঠিক করে দেওয়ার কাজে নিয়োজিত। শুক্রবার সন্ধ্যায় ভাড়া ঠিক করা নিয়ে জহুরুলের সঙ্গে অন্যদের বিরোধ হয়। এ নিয়ে একটি অ্যম্বুলেন্সের লাইট ভাঙচুরের ঘটনা ঘটে। রাত সাড়ে ১২টায় জহুরুল মেডিকেল থেকে পায়ে হেটে বাড়ি ফিরছিলেন। পথে হোটেল নাজ গার্ডেনের পেছনে আগে থেকেই ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তার পথরোধ করে তাকে ছুরিকাঘাত করে। ওই অবস্থায় জহুরুল বাড়িতে গেলে পরিবারের লোকজন তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কৈগাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাজু কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুনের ঘটনা ঘটেছে। নিহতের পরিবার জড়িতদের চিহ্নিত করেছেন। তাদেরকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।
Discussion about this post