বিশেষ প্রতিবেদন:ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। শনিবার (৫ জুলাই) দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেন।নিহত ব্যক্তির নাম সোহরাব হোসাইন আবির (২৭)। তিনি কাঁঠালকান্দি গ্রামের চাঁন মিয়ার ছেলে এবং চাতলপাড় ইউনিয়ন শাখা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ছিলেন।গ্রামবাসীদের বরাত দিয়ে ওসি জানান, স্থানীয় মোল্লা গোষ্ঠী ও উল্টা গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে আজ দুপুরে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে।
Discussion about this post