স্টাফ রিপোর্টার: ঢাকার সাভারের আশুলিয়ার চারিগ্রামে ক্ষেতের ফসল খেয়ে ফেলতে পারে এমন আশঙ্কায় এক খামারির চারটি ছাগলকে মারধর করেছেন কৃষক আব্দুর রহিম (৫০)। এতে একটি ছাগলের পা ভেঙে গেছে। পা ভাঙা সেই ছাগল নিয়ে রাতে থানায় এসেছেন মালিক। কৃষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে বিচার চেয়েছেন তিনি। এ ঘটনায় রবিবার (১৮ সেপ্টেম্বর) রাতে আশুলিয়া থানায় দুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ছাগলের মালিক সিদ্দিকুর রহমান। সিদ্দিকুর যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তারা হলেন- চারিগ্রামের বাসিন্দা কৃষক আব্দুর রহিম ও নজরুল ইসলাম। রবিবার রাত ১০টার দিকে আশুলিয়া থানার সামনে ছাগল নিয়ে বসে থাকতে দেখা যায় সিদ্দিকুর রহমানকে। তিনি বলেন, ‘ঘটনার পর সারাদিন স্থানীয়দের কাছে অভিযোগ করেও কোনো বিচার পাইনি। এজন্য থানায় এসে লিখিত অভিযোগ করেছি। আমি এর বিচার চাই।’ ঘটনা জানতে চাইলে সিদ্দিকুর রহমান বলেন, আমার বাড়ি আশুলিয়ার চারিগ্রামে। বাড়ির পাশের আব্দুর রহিম (৫০) চাষাবাদ করেন। তার ধারণা আমি ছাগল পালন করলে তার জমির ফসল খাবে। এজন্য তিনি আমাকে ছাগল পালন করতে নিষেধ করেন। তবুও আমি চারটি ছাগল কিনে পালন করছি। তিনি বলেন, ‘কখনো আমার ছাগলগুলো তার (রহিম) জমিতে যায়নি, ফসলও নষ্ট করেনি। তবুও স্থানীয় নজরুল ইসলামকে দিয়ে তিনি আমার ছাগলগুলোকে মেরে আহত করিয়েছেন। তোতামুখী জাতের একটি ছাগলের পা ভেঙে দিয়েছেন। এ ছাগলটা আমি ছয়মাস আগে ১২ হাজার টাকায় কিনেছি।’ জানতে চাইলে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, ‘ঘটনাটি জেনেছি, খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
Discussion about this post