ঢাকা:বিগত কয়েক বছরের তুলনায় এবার ঈদযাত্রায় স্বস্তি প্রকাশ করছেন যাত্রীরা। ট্রেনের শিডিউল বিপর্যয়ও ঘটছে না। আজ শনিবার (২৯ মার্চ) ভোর ছয়টা থেকে বেলা ১২টা পর্যন্ত রাজধানী কমলাপুর রেলস্টেশন ছেড়ে গেছে ২২টি ট্রেন।এ রিপোর্ট লেখা পর্যন্ত নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে আরও ৪৮টি ট্রেন।এবিষয়ে স্টেশন মাস্টার বলেন, আজ সারাদিনে ৭০টি ট্রেন স্টেশন ছেড়ে যাবে। সবার ঐক্যবদ্ধ চেষ্টা অতীতের যেকোনো সময়ের তুলনায় এবারের রেলযাত্রা যেকোনো সময়ের চেয়ে অনেকাংশে স্বস্তির হচ্ছে।তিনি বলেন, ঈদে সারাদেশে ১২০টি আন্তঃনগর ট্রেনের বাইরেও রয়েছে পাঁচজোড়া বিশেষ ট্রেন। তাছাড়া বিভিন্ন লোকাল, কমিউটার ও মেইল ট্রেন চলাচল করছে। সেই সঙ্গে গতবারের চেয়ে এবার রেলযাত্রায় বেড়েছে যাত্রীর সংখ্যা।
Discussion about this post