চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনা দিয়ে চোরাচালানির সময় পাসপোর্টধারী ভারতীয় ৩ নাগরিকসহ ৫ জনকে ৮৪ টি শাড়ীসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- ভারতের উত্তর ২৪ পরগনার নয়া গোপালগঞ্জ গ্রামের রজব ভৌমিকের স্ত্রী সন্ধ্যা ভৌমিক (৪৪), চিত্তরঞ্জন দাসের স্ত্রী মঞ্জু দাস (৬০), পেট্রাপোল গ্রামের আইযুব আলীর ছেলে আব্দুস সালাম (২৪), বাংলাদেশের যশোর জেলার বেনাপোল থানার বড় আচড়া গ্রামের মিন্টু রহমানের ছেলে মেহেদী হাসান (২৬) ও একই এলাকার সাদিপুর বেলতলা গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে সাব্বির রহমান (২১)। এদেরকে সোমবার দুপুরে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীর জানান, রবিবার দর্শনার জয়নগর চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী তিন ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করে। এরা বিভিন্ন সময় ৫-৭ পিস করে ভারত থেকে শাড়ি নিয়ে এসে বাংলাদেশে এক স্থানে জড়ো করে। পরে যশোর বেনাপোলের দু’জনের সহযোগিতায় ভারতীয় শাড়ীগুলো অবৈধভাবে যশোরে নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই দিন রাত ৮ টার দিকে পৌর এলাকার শ্যামপুর তিন রাস্তার মোড়ে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ একটি প্রাইভেটকার (যশোর-খ-১১-০০১০) দেখে গতিরোধ করে। পরে প্রাইভেটকারটি তল্লাশি করে জব্দ করা হয় ভারতীয় উন্নতমানের ৮৪টি শাড়ী। গ্রেফতার করা হয় ভারতীয় তিন নাগরিকসহ পাঁচজনকে। একই সাথে প্রাইভেটকারটি জব্দ করা হয়। তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করে সোমবার দুপুরে গ্রেফতারকৃত ৫ জনকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।
Discussion about this post