স্টাফ রিপোর্টার: রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় সৈয়দ আরফান (৬ মাস) চোখ খুলেই মাকে খুঁজছেন ওই শিশু সবার মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন। শনিবার(০৬ জানুয়ারি) দুপুর একটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্নের জরুরী বিভাগে গিয়ে জানা যায় এই সব তথ্য। আরফানের বাবা সৈয়দ সাজ্জাদ হোসেন জানান,আরফানের নানা ১১ দিন আগে মারা যান,এই মৃত্যু অনুষ্ঠান করার জন্য আরফানের মা সহ আত্মীয়-স্বজন মিলে রাজবাড়ীতে মৃত্যুর অনুষ্ঠানে যান,পরে রাজবাড়ী থেকে ঢাকায় ফেরার পথে ট্রেনে এই আগুনের ঘটনাটি ঘটে। তিনি আরো জানান,আমার ছেলে হার্টের সমস্যা রয়েছে ,আমার ছেলের চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাব এইজন্য ওর মাকে বলেছি তুমি দ্রুত ঢাকায় চলে আসো,আমি গতকালকে পাসপোর্ট হাতে পেয়েছি আমি বাসা থেকে সবাইকে রিসিভ করার জন্য স্টেশনে গিয়েই আমি আমার স্ত্রীকে না পেয়ে ভেঙ্গে পড়ি, আমি জানতে পারি আমার স্ত্রী এলিনা আক্তার তার বোন ডেজি আখতার রুনার কোলে আরফানকে দিয়ে বলে আমি একটু আসছি। পরে ট্রেন থেকেৎ ডেইজির ছেলে রিহান (৮) তার আরেক ছেলে দিহান (১১) ও স্বামী ইকবাল (৪৮) ট্রেন থেকে নিচে নামলেও আমার স্ত্রী আর নিচে নামতে পারেনি। তিনি জানান, আমার ছেলে খুদা লাগলেই চোখের দিকে তাকিয়ে তার মাকে খোঁজে আর ফাল ফাল করে তাকিয়ে থাকে তিনি।তারা চারজন শেখ হাসিনার জাতীয় বার্নে অবজারভেশনে চিকিৎসাধীন রয়েছে তাদের সবার শ্বাসনালী ইনজুরি রয়েছে সবাই সংক্রামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক।
Discussion about this post