ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে চুলায় ভাত রেখে গলায় ফাঁস দিয়ে রেনু বেগম (৪৯) নামে তিন সন্তানের জননী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৯ আগস্ট) সকালে উপজেলার অলোয়া ইউনিয়নের ভারই গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের রহিজ উদ্দিনের স্ত্রী। স্থানীয়রা জানায়, রেনু বেগম চার বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন। সোমবার রহিজের বোনের মৃত্যুতে জানাজায় গিয়েছিল রহিজ ও তার দুই ছেলে এবং মেয়ে। কিন্তু রহিজের স্ত্রী না গিয়ে একাই বাড়িতে ছিলেন। পরে সকালে ঘরের ধন্নার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নিহতের মা জানান, মেয়েটি মানসিকভাবে ভারসাম্যহীন রোগী ছিল। মাঝে মধ্যে নিজের শরীরে নিজেই আঘাত করতো। এ নিয়ে চিকিৎসা করাতে চাইলেও সে চিকিৎসা করতে চাইতো না। সকালে রান্না ঘরে ভাত রান্না করছিল। একপর্যায়ে চুলায় ভাতের পাতিল রেখেই পরিবারের লোকজনদের চোখ ফাঁকি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে রেনু। এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন।
Discussion about this post