মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে চোর সন্দেহে তিন যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ সময় একজনের দু’চোখ তুলে ফেলার চেষ্টা করা হয়।রোববার (১০ আগস্ট) ভোর রাতে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পশ্চিম মাঠ বাঘাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।আহত জাকির শেখ একই এলাকার ওয়াজেদ শেখের ছেলে। আটক দুইজন হলেন— একই এলাকার ইস্রাফিল মাতুব্বর (৪২) ও শ্রীনদী রায়েরকান্দি গ্রামের বাবুল শিকদার (২৭)।রোববার ভোররাতে ওই এলাকায় তিন যুবকের রহস্যজনক চলাফেরা দেখতে পায়। পরে ওই তিন যুববকে চোর সন্দেহে ধাওয়া করে গণপিটুনি দেওয়া হয়। এ সময় জাকির শেখ নামে এক যুবকের দু’চোখ তুলে ফেলার চেষ্টা করেন এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পুলিশ তিনজনকে উদ্ধার করে। এর মধ্যে গুরুতর জাকির শেখকে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুইজনকে আটক করে থানায় নেওয়া হয়।মাদারীপুরে সদর থানার ওসি আদিল হোসেন জানান, চোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে উদ্ধার করেছে। এদের মধ্যে একজনের চোখ তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে।
Discussion about this post