চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার চিৎলা গ্রামে বাল্যবিয়ের আয়োজন বন্ধ করলো প্রশাসন। সেই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় দামুড়হুদার উপজেলার চিৎলা গ্রামের হালদার পাড়ায় ঘটনাটি ঘটে। দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস জানান, উপজেলা চিৎলা গ্রামের হালদার পাড়ার ভগিরথ হালদার তার ১৪ বছর বয়সী মেয়ের বিয়ে দেয়ার জন্য আয়োজন করে। ঝিনাইদহ জেলার হলিধানীর নাটাবাড়ীয়া গ্রামে বাল্যবিয়ে দেয়ার প্রস্তুতি চলছিল। ওই সময় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার নির্দেশে ঘটনাস্থলে যায় এবং বাল্যবিয়ের আয়োজন বন্ধ করি। সেই সঙ্গে মেয়ের বাবা ভগিরথ হালদারকে ২০১৭ সালের বাল্যবিয়ে নিরোধ আইন অনুযায়ী, ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত উভয়ের প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে করতে পারবে না বলে নির্দেশ দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করে দামুড়হুদা মডেল থানা পুলিশ।
Discussion about this post