বিশেষ প্রতিবেদন:চুয়াডাঙ্গার দামুড়হুদায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ সাইদুর রহমান (৩৮) নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার দশমী গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল। আটক সাইদুর রহমান ওই এলাকার মৃত কিয়াম উদ্দিনের ছেলে।দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প ও দামুড়হুদা মডেল থানার একটি টিম যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
Discussion about this post