আন্তর্জাতিক ডেস্ক: চীন থেকে আগত যাত্রীদের বিমানবন্দরে কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করেছে ইউরোপের দেশ স্পেন। চীনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়ে চলার মধ্যে দেশটি এমন পদক্ষেপ নিল। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ৩১ জানুয়ারি থেকে এ পদক্ষেপ আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে। পদক্ষেপের আওতায় চীন থেকে আগত যাত্রীদের শরীরের তাপমাত্রা এবং কোভিড-১৯ পরীক্ষা করা হবে। স্পেনের স্বাস্থ্যমন্ত্রী ক্যারোলিনা দারিয়াস শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘চীনে করোনাভাইরাসের নতুন ধরন দেখা দেওয়ার সম্ভাবনার ব্যাপারে একটি বড় উদ্বেগ রয়েছে যা নিয়ন্ত্রণ করা হয়নি।’ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, স্পেনের আরোপ করা নতুন নিয়মের আওতায় পড়তে যাওয়া চীনের প্রথম ফ্লাইট শনিবার সন্ধ্যা ৬ টায় মাদ্রিদ বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
Discussion about this post