আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে টিকটক চালু রাখার বিষয়ে চীনের সঙ্গে অবশেষে সমঝোতায় পৌঁছেছে ট্রাম্প প্রশাসন। সোমবার (১৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করা হয়।যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, টিকটক সংক্রান্ত একটি চুক্তি সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) স্পেনের মাদ্রিদে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ট্রাম্প প্রেসিডেন্ট এই চুক্তি চূড়ান্ত করবেন।বেসেন্ট বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্ব ছাড়া আজকের সমঝোতা সম্ভব হতো না। আমরা এমন সমঝোতা চাই যা চীনের জন্য ন্যায্য এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে সম্মান জানায়। চুক্তিতে তা নিশ্চিত হয়েছে।’এর আগে ট্রাম্প প্রশাসন টিকটক বন্ধের উদ্যোগ নিলেও পরে সময়সীমা বৃদ্ধি করে। শর্ত ছিল, টিকটকের যুক্তরাষ্ট্র শাখার অংশ কোনো মার্কিন-সমর্থিত মালিকানায় যেতে হবে। ২০২৪ সালের নির্বাচনে নিজের বিজয় ও সামাজিক মিডিয়ার প্রভাব বোঝার পর ট্রাম্প তার অবস্থান পরিবর্তন করেন।
Discussion about this post