আন্তর্জাতিক ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে দেশটির তৃতীয় বিমানবাহী রণতরী ‘ফুজিয়ান’ নৌবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে রণতরীটিকে সম্পূর্ণভাবে কাজে মোতায়েন করা হলো।চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া শুক্রবার (৭ নভেম্বর) এই তথ্য জানিয়েছে।খবরে বলা হয়েছে, নতুন এই বিমানবাহী রণতরীটির কমিশনিং চীনের সামরিক আধুনিকীকরণ এবং এই অঞ্চলে তাদের সামুদ্রিক শক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশেষ করে দক্ষিণ চীন সাগরে আঞ্চলিক দাবি এবং তাইওয়ানের সাথে চলমান উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে এই রণতরীর মোতায়েনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।এই পদক্ষেপটি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটি কৌশলগত প্রচেষ্টা যা বেইজিংকে আঞ্চলিক এবং বৈশ্বিক অঙ্গনে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।তৃতীয় এই বিমানবাহী রণতরীটি চীনের সামরিক ক্ষমতা বৃদ্ধির ধারাবাহিক প্রক্রিয়ার একটি অংশ, যা দেশের নৌ শক্তিকে আরও মজবুত করবে।
























































Discussion about this post