আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে হিন্দুদের ওপর নিপীড়নের অভিযোগ তুলে ভারতের কলকাতায় বিক্ষোভ করেছে হিন্দু মহাসভা। বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় এবং এতে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার হিন্দু মহাসভা বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের কার্যালয়ের দিকে মিছিল নিয়ে অগ্রসর হয়। প্রথমে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও ডেপুটি হাইকমিশনের কাছে পৌঁছালে উত্তেজনা দেখা দেয়। পুলিশ তাদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়। সংঘর্ষে আহত এক পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশদ্রোহ মামলায় সনাতনী ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদেই এই বিক্ষোভ সংগঠিত হয়।
Discussion about this post