বিনোদন ডেস্ক: পাঞ্জাব-হরিয়ানা সংগীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী রাজু পাঞ্জাবি মাত্র ৪০ বছর বয়সেই পাড়ি জমালেন না ফেরার দেশে। গত কয়েকদিন ধরেই বেসরকারি একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। জন্ডিসের চিকিৎসা নিচ্ছিলেন। মঙ্গলবার মৃত্যু হয়েছে সংগীতশিল্পী রাজুর। গায়কের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক স্টোরিতে নিশ্চিত করা হয়েছে মৃত্যুর বিষয়টি। রাজুর মৃত্যুতে এক বিবৃতিতে বলা হয়েছে, গভীর শোক ও অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে বিখ্যাত হরিয়ানার সংগীতশিল্পী রাজু পরপারে চলে গেছেন। তার শেষকৃত্য নিজ গ্রাম রাওয়াতসারে করা হবে। গত কয়েকদিন ধরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন গায়ক রাজু। জন্ডিসের জন্য ভর্তি করা হয়েছিল। চিকিৎসা চলাকালীন স্বাস্থ্যের উন্নতি হয় এবং হাসপাতাল থেকে ছেড়েও দেয়া হয়। কয়েকদিন পর স্বাস্থ্যের অবনতি হতে থাকে এবং পরে আবার ভর্তি করা হয় হাসপাতালে। সংগীতশিল্পী রাজু স্ত্রী মমতা ও তিন কন্যা রেখে গেছেন। গত ১২ আগস্ট তার ‘আপসে মিলকে ইয়ারা হামকো আচ্ছা লাগা’ শিরোনামে নতুন গান প্রকাশ হয়। রাজু হরিয়ানা সংগীত শিল্পের অন্যতম বড় একজন শিল্পী হিসেবে পরিচিত ছিলেন। ‘দেশি-দেশি না বলিকার’ গানটির মাধ্যমে উত্তর ভারতে একজন বিখ্যাত সংগীত সেনসেশন হয়েছিলেন রাজু। তিনি হরিয়ানা, পাঞ্জাব ও রাজস্থানের সংগীত শিল্পের একজন পরিচিত মুখ ছিলেন। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘আচ্ছা লাগা সে’, ‘দেশি দেশি’, ‘তু চিজ লা-জবাব’, ‘লাস্ট পেগ’ ও ‘ভাগ মেরে ইয়ারা’।
Discussion about this post