বিশেষ প্রতিবেদন: বরগুনার আদালত থেকে কারাগারে নেওয়ার সময় পুলিশ হেফাজত থেকে এক আসামি পালিয়ে গেছে। পুলিশ বলছে, হাত চিকন থাকায় হ্যান্ডকাফ খুলে পালিয়েছে আসামি। তাকে আইনের আওতায় আনতে অভিযান চলছে। রোববার (৩ আগস্ট) বিকেলে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের দক্ষিণ পাশের প্রধান ফটকের সামনে প্রিজন ভ্যানে তোলার সময় হাতকড়া খুলে পালিয়ে যায় ওই আসামি।পলাতক আসামির নাম আল আমিন। তিনি বরগুনা সদর উপজেলার লেমুয়া পাঠাকাটা গ্রামের। এসব তথ্য নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক মিজানুর রহমান।জানা যায়, আল আমিনের বিরুদ্ধে তার প্রথম স্ত্রী ২০১৮ সালে বরগুনা সিনিয়র সহকারী জজ আদালতে একটি পারিবারিক মামলা করেন। মামলায় আল আমিনের বিরুদ্ধে ডিক্রি জারি করা হয়। এমনকি পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।গত শনিবার বরগুনা থানার পুলিশ আল আমিনকে গ্রেপ্তার করে। রোববার আদালতে হাজির করলে সিনিয়র সহকারী জজ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকেলে আসামিদের কারাগারে নেওয়ার পথে জেলা ও জজ আদালতের দক্ষিণ পাশের প্রধান ফটকের সামনে প্রিজন ভ্যানে তোলার সময় আল আমিন হাতকড়া খুলে পালিয়ে যায়।তবে সোমবার (৪ আগস্ট) সদর উপজেলার ক্রোক এলাকা থেকে আসামিকে আবারও গ্রেফতার করা হয়। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
Discussion about this post